প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ২:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৫, ৮:১৬ পি.এম
মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে ঝালকাঠিতে র্যালি ও আলোচনা সভা

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
‘মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রিফাত আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অন্তরা হালদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক তাপস কুমার শীল এবং সদর হাসপাতালের সিনিয়র মেডিসিন কনসালটেন্ট ডা. আবুয়াল হাসান।
বক্তারা বলেন, মায়ের দুধই শিশুর প্রথম টিকা। শিশুর শারীরিক বৃদ্ধি, মানসিক উন্নয়ন ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে মায়ের দুধের বিকল্প নেই। ছয় মাস পর্যন্ত শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানো উচিত। এতে শিশু অপুষ্টি ও নানা রোগ থেকে সুরক্ষিত থাকে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২