নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছ ধরতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত আবুবক্কর ছিদ্দিক (৭২) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পূর্ব লামছি গ্রামের হোসেন আলীর ছেলে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পূর্ব লামছি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নিহত ছিদ্দিক তার বাড়ির পাশে ডোবা-নালায় জাল পেলে মাছ ধরতে যান। ওই সময় সে স্ট্রোক করে ডোবায় পড়ে মারা যায়।
পরে স্থানীয় লোকজন একটি ডোবার মধ্যে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিম ঘটনাস্থল পরিদর্শন করে। তবে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮