মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা–১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের সমর্থনে শ্রীপুর উপজেলার ৭ নং সব্দালপুর ইউনিয়নের আমতৈল হাইস্কুল মাঠে এক নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) আয়োজিত এ প্রচার সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
নির্বাচনী প্রচার সভায় মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা–১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন।
সভায় আরও উপস্থিত ছিলেন—মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম,বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম,
শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, সদস্য সচিব শাহ আলম তুফান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল, সদস্য সচিব মোঃ হেমায়েত হোসেন, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্ছু, ৫ নং দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, “আপনাদের একটি ভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মানুষের কাছে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাতে হবে।”
তিনি আরও বলেন, “দীর্ঘ সময় ধরে মানুষের যে কষ্ট ও সংগ্রাম, তার সুফল ঘরে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।”
জনসভায় বক্তারা নির্বাচনে অংশগ্রহণ, দলীয় ঐক্য ও গণসংযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় প্রচারণা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮