মুজাহিদ শেখ, শ্রীপুর প্রতিনিধি:
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তিঃ প্রাণিসম্পদে হবে উন্নতি" আমিষেই শক্তি আমিষেই মুক্তি" এই স্লোগানে সারাদেশের ন্যায় মাগুরার শ্রীপুরেও জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২৫ শুরু হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় চত্তরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে অতিথিবৃন্দ হাঁস,মুরগী,কবুতর,বিভিন্ন প্রজাতির পাখি,গরু,ছাগল,বিড়াল ও বিভিন্ন ভেটেনারি ওষুধ কোম্পানির স্টল পরিদর্শন করেন।
আলোচনা সভায় শ্রীপুর উপজেলা সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ হুসাইন রাসেল এর সঞ্চালনায় ও উপজেলা সম্পদ মোঃ মামুন খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণি সম্পদ সম্প্রসারণের উপপরিচালক পুষ্পেন্দু সরকার।
এ সময় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন সাবেক বিভাগীয় উপ-পরিচালক ডক্টর নুরুল্লাহ মোহাম্মদ আহসান, শ্রীপুর উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ শুশান্ত কুমার রায়,অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদ সুলতানা, শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী,খামারি,আঃরাজ্জাক ও শ্রীপুর উপজেলা পল্টি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু দাউদ প্রমূখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮