দৈনিক আজকের বাংলা ডেস্ক
মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছর বয়সি সেই শিশুটি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার -১৩ মার্চ- ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে -সিএমএইচ- মারা গেছে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিশুটিকে বাঁচাতে সর্বাধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের প্রচেষ্টা সত্ত্বেও সম্ভব হয়নি। সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হলে তৃতীয়বার তার হৃদস্পন্দন ফিরে আসেনি।
বাংলাদেশ সেনাবাহিনী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে।
শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮