পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:
ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় নেত্রকোণার দুর্গাপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন দুর্গাপুর পৌর শহরের কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বৃহস্পতিবার (২৪ জুলাই) এই আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বড় মসজিদ দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মুফতী মোহাম্মদ হুমায়ুন কবীর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে অনুষ্ঠিত হয় শোকসভা।
সংগঠনের সভাপতি পলাশ সাহা এতে সভাপতিত্ব করেন। কবি বিদ্যুৎ সরকারের সঞ্চালনায় এই সভায় আলোচনা করেন শিক্ষাবিদ শহীদ খান,উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ জিন্নাহ,সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু,কবি লোকান্ত শাওন এবং দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন।
শোকসভায় বক্তারা বলেন,মাইলস্টোন ট্র্যাজেডি দেশ ও জাতির জন্য এক মর্মান্তিক ঘটনা। এই দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করি আমরা। সেইসাথে যারা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি। এই ট্র্যাজেডিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি। এমন ঘটনা আমাদের জন্য অত্যন্ত বেদনা ও শোকের।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮