
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
গত ২২ জুলাই, মঙ্গলবার ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলা কোট ইউনিয়নের ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে আজ বুধবার এক শোক ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে একাডেমির অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নানের সভাপতিত্বে শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারীদের সমন্বয়ে শোক প্রকাশ করা হয় এ সময় ধর্মীয় শিক্ষক ইসমাইল বিন শহীদুল্লাহ দোয়া পরিচালনা করেন। উক্ত দোয়া মাহফিলে একাডেমির শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন এবং সম্মিলিতভাবে প্রার্থনা করেন যেন আল্লাহ্ তায়ালা এই কঠিন সময়ে নিহতদের পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন।