প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৬:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৫, ৫:২৭ পি.এম
মহেশখালীতে ছাত্রী অপহরণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি

কক্সবাজার অফিস:
কক্সবাজারের মহেশখালীর পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী অপহরণের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজুল হক।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ব্রজ গোপাল ঘোষের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এসময় অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২