শওকত আলম, কক্সবাজার:
৫৪তম মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর সকাল ৯টায় কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন, মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জনাব মোঃ আঃ মান্নান, জেলা প্রশাসক, কক্সবাজার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ.এন.এম. সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার জেলা। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ বেলুন ও কবুতর উড়িয়ে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশিত হলে উপস্থিত সকলেই দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন।
এরপর অতিথিবৃন্দ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্যারেড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা ও বাহিনীর অংশগ্রহণকারীরা সুসজ্জিত কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ আয়োজন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশপ্রেমে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮