শওকত আলম, কক্সবাজার:
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে এক গৌরবময় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) দুপুর ১২টা ০০ মিনিটে কক্সবাজারের বিয়াম আঞ্চলিক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনায়তনটি পরিপূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক জনাব আ. মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব আ. মান্নান বলেন, “বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তাঁদের অবদান কোনোদিন শোধ করার নয়। রাষ্ট্র ও সমাজ হিসেবে আমাদের দায়িত্ব হলো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সর্বোচ্চ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
আলোচনা পর্বে বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, সাহসিকতা ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বীর মুক্তিযোদ্ধাদের কৃতিত্বকে যথাযোগ্য সম্মান জানানো, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং মহান বিজয় দিবসের ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে আরও দৃঢ়ভাবে তুলে ধরা।
শেষপর্যায়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে সম্মাননা প্রদান করা হয় এবং তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮