মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুর থেকে কুয়াকাটা ঘুরতে যাওয়ার পথে বরিশালের উজিরপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই এলাকার ৬ জন নিহত হাওয়ার সংবাদে মহানগরীর কোনাবাড়ী জয়েরটেক এলাকায় চলছে শোকের মাতম । স্বজনদের হারিয়ে বাকরুদ্ধ নিহতের পরিবারের আহাজারিতে প্রকৃতি যেন থমকে আছে। নিহতের মা -বাবা, স্ত্রী -সন্তানদের আর্তচিৎকারে এলাকায় সর্বত্র এক শোকাবহ অবস্থা বিরাজ করছে।
দূর্ঘটনায় নিতরা হলেন, গাজীপুর মহানগরের কৃষ্ণপুর গ্রামের ফজিরুল ইসলামের ছেলে রুহুল আমিন ( ৫৫ ) , আব্দুর রহমানের ছেলে হারুনর রশীদ( ৪০) , জয়ের টেক গ্রামের রহমানের ছেলে জালাল হোসেন(৩৫), হাসান আলীর ছেলে আব্দুস সালাম ঠান্ডু (৫৫), জব্বারের ছেলে শহিদুল ইসলাম(৪০), আহাকি এলাকার তমিজ উদ্দিনের ছেলে হাসান (৩৮)।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, গাজীপুরের কোনাবাড়ী জয়েরটেক এলাকার ৯ জন পদ্মা সেতু ও কুয়াকাটা ভ্রমণের উদ্দেশ্যে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে কোনাবাড়ি থেকে তারা যাত্রা করেন। দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর এলাকা অতিক্রম করার সময় মাইক্রোবাসের একটি চাকা পাংচার হয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী মোল্লা পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন নিহত ও দুইজনকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। রাতেই নিহত ব্যক্তিদের ময়নাতদন্ত শেষে শুক্রবার ভোর পাঁচটায় গাজীপুরের জয়েরটেক এলাকায় নিয়ে আসা হয়। মুহূর্তেই চারদিক থেকে হাজার হাজার লোক এসে ভিড় করেন।
এদিকে শুক্রবার সকাল সাড়ে দশটায় কোনাবাড়ী জয়েরটেক এলাকায় নিহত ছয় জনের মরদেহ একই স্থানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় গাজীপুর মহানগর ও স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতৃবৃন্দ, কমিশনারগণ ও হাজার হাজার মানুষ শরিক হন। মুনাজাতে নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয় ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮