তৌফিক আলম চৌধুরী,
বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা কতৃক পরিচালিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় কৃষি ইউনিটের (ফসল খাত) এর আওতায় চন্দনাইশ উপজেলার বরকলে বার সরিষা ১৪ চাষ ফলাফল প্রদর্শন ও প্রতিরূপায়ণ সভা অনুষ্ঠিত হয়।
২২ জানুয়ারী বৃহস্পতিবার মমতা কৃষি ইউনিট (ফসল খাত) এর আয়োজনে চন্দনাইশ উপজেলার বরকল গ্রামের সর্দার পাড়ায় জলবায়ু সহনশীল জাতের বারি সরিষা–১৪ ফসল চাষের উপর স্থাপিত প্রদর্শনীর ফলাফল প্রদর্শন ও প্রতিরূপায়ণ সভা সফলভাবে অনুষ্ঠিত সম্পন্ন হয়।
উক্ত সভায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আজাদ হোসেন। তিনি জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বারি সরিষা–১৪ জাতের গুরুত্ব, ফলন সক্ষমতা, রোগবালাই সহনশীলতা এবং কৃষকের আর্থসামাজিক উন্নয়নে এর সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মমতার উপ-পরিচালক ও ফোকাল পার্সন কৃষিবিদ মুহাম্মদ এনামুল হক; তিনি প্রদর্শনীর উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া ও কৃষকদের মাঝে প্রযুক্তি সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন।
এছাড়াও আলোচনা করেন চন্দনাইশ উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইশতিয়াক আহমদ আরিফ, তিনি ফসলের রোগবালাই ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বরকল ইউনিয়নের ইউপি সদস্য মোঃ সাইফু খান। তিনি কৃষকদের আধুনিক ও জলবায়ু সহনশীল ফসল চাষে উৎসাহিত করার আহ্বান জানান।
এছাড়াও সভায় মমতার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। কৃষকরা প্রদর্শনীতে উৎপাদিত বারি সরিষা–১৪ এর ফলন ও গুণগত মান সরাসরি পর্যবেক্ষণ করেন এবং এ জাত চাষে আগ্রহ প্রকাশ করেন।
পরিশেষে আলোচনা সভার মাধ্যমে জলবায়ু সহনশীল ফসল সম্প্রসারণের মাধ্যমে কৃষকের উৎপাদন বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নের গুরুত্ব বক্তব্য প্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮