এস এম রনি, স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার আজ বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সকালে ফতুল্লা থানাধীন মধ্যনগর, বক্তাবলী এলাকায় গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন। সকাল ১১টায় তিনি লক্ষিনগর কবরস্থান সংলগ্ন সংযোগ খালের ওপর একটি বাঁশের সাঁকু উদ্বোধন করেন।
উদ্বোধনকালে মাওলানা আবদুল জব্বার বলেন, “দাঁড়িপাল্লার জোয়ার শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ বঞ্চনা ও অবহেলার শিকার। দাঁড়িপাল্লাকে বিজয়ী করে উন্নয়নের সুযোগ করে দিন।”
তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের ন্যায্য অধিকার বাস্তবায়নই তার প্রধান লক্ষ্য।
এ সময় ফতুল্লা থানা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ শতাধিক নেতাকর্মী গণসংযোগে উপস্থিত ছিলেন এবং প্রার্থীর পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন। স্থানীয় জনগণও এ সময় ব্যাপক সাড়া দেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮