মাঠ পর্যায়ে মোতায়েন রয়েছে পুলিশ ও আনছার সদস্য । পাশাপাশি অতি প্রয়োজন ছাড়া জনসাধারনকে ঘর থেকে বের হতে নিরুৎসাহিত করতে অব্যাহত রয়েছে জরিমানা সহ কঠোর নির্দেশনা । উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন বলেন লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ টি মামলায় আইন অমান্যকারীদের ৪৫০০ টাকা জরিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরো কঠিন ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. এ. করিম, মধুপুর থানা অফিসার ইনচার্জ তারিক কামাল সহ অন্যান্য পুলিশ কর্মকর্তগন ও আনছার সদস্যগন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮