আঃ হামিদ (মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর পৌর ভবনের তৃতীয় তলা সম্প্রসারণের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ডিসেম্বর) বিকেল ৪ ঘটিকায় এক জনাকীর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পৌর ভবনের তৃতীয় তলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও মধুপুর পৌর প্রশাসক মো. জুবায়ের হোসেন।
ভবনটির শুভ উদ্বোধন শেষে উদ্বোধক মোঃ জুবায়ের হোসেন বলেন মধুপুর পৌর ভবনের তৃতীয় তলায় একটি অংশ যেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সে জায়গাটাতে পৌরসভার স্টাফ দের জন্য একটি মিনি পার্কের ব্যবস্থা করা যায় কিনা বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে আশা ব্যক্ত করেন।
উদ্ভোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুরের নবাগত ওসি মোঃ জাফর ইকবাল।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মধুপুর পৌরসভার সহকারী প্রকৌশলী রাজিব কুমার গুহ,প্রধান হিসাব সহকারী শাহীন মিয়া প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮