
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। সে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি আছে ।
মধুপুর পৌরসভাধীন ৮ নং ওয়ার্ডের আকাশী গ্রামের কারিমের ছেলে জহুর আলীকে একই গ্রামের মক্কর আলীর ছেলে জাহাঙ্গীর বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত আনুমানিক দশটার দিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে। আহত জহুর আলী মুমূর্ষ অবস্থায় বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। জানা যায়, আহত জহুর আলীর সাথে জাহাঙ্গীরের লুডু খেলা নিয়ে দুই দিন আগে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর জহুর আলীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশী একটি চায়ের দোকানে এলাকার লোকজনের সাথে বসে চা খেতে ছিল এমন সময় জাহাঙ্গীর পিছন থেকে এসে তার হাতে থাকা একটি ধারালো ছুরি দিয়ে জহুর আলীকে ছুরিকাঘাত করতে থাকে। এসময লোকজন ঘটনা দেখতে পেয়ে ছুরি সহ জাহাঙ্গীরকে আটক করে পুলিশকে খবর দেয়। স্হানীয়রা মুমূর্ষু অবস্থায় জহুর আলীকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। তার অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনা স্হলে গিয়ে ছুরি সহ জাহাঙ্গীরকে আটক করে থানায় নিয়ে আসে। মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশকে ঘটনা স্হলে পাঠানো হয় এবং ঘটনার সাথে জড়িত জাহাঙ্গীরকে চাকু সহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।