প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ৪:১৫ পি.এম
মণিরামপুর উপজেলায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা শুরু

মোঃ সাব্বির হাসান মণিরামপুর প্রতিনিধি
কৃষিই সমৃদ্ধি শ্লোগানকে সামনে নিযে যশোরের মণিরামপুরে তিনদিন-৪-৬ ফেব্রুয়ারী-ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা শুরু হয়েছে।
যশোর অঞ্চলে টেকসই উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে মণিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেলার আয়োজন করে। মঙ্গলবার মেলার উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে ও উদ্ভিদ সংরক্ষণ অফিসার তবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। আরও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান,মণিরামপুর উপজেলা মৎস্য অফিসার আব্দুল্লাহ সাইদ রেজা, মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী,অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শাহনাজ, কৃষি সম্প্রসারণ অফিসার শাহারিয়া হোসেনসহ আরো অনেকে।
বক্তারা বলেন,মেলার মূল উদ্দেশ্য হলো আধুনিক পদ্ধতিতে দক্ষতা বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস ও সংগ্রহোতর ব্যবস্থাপনার মাধ্যমে উচ্চ মূল্যের নিরাপদ ফসল উৎপাদন বৃদ্ধি এবং ক্ষতি হ্রাস করে খোরপোষ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে পরিণত করা। উল্লেখ্য, দেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা মণিরামপুর কৃষিতে সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এখানকার উৎপাদিত ফসল বিশেষ করে সবজি বিশ্বের অন্ততঃ ২৭টি দেশে নিযমিত রপ্তানী হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২