প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৫:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৫, ৭:২৫ পি.এম
মণিরামপুরে ইসলামী আন্দোলনের কমিটি গঠন, সভাপতি ইবাদুল ইসলাম, সম্পাদক শামছুদ্দিন আজাদী

মোঃ সাব্বির হাসান মণিরামপুর প্রতিনিধি
যশোরের মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকালে মণিরামপুর ইসলামী আন্দোলনের কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মণিরামপুর ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল আবেদীন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলী সরদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব এইচ এম মহসিন শেখ, জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন মণিরামপুর উপজেলার নেতৃবৃন্দদের ভোটের মাধ্যমে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
প্রধান অতিথি মোহাম্মদ আলী সরদার নব নির্বাচিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। ২০২৫-২৬ সেশনের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মণিরামপুর উপজেলার সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব ইবাদুল ইসলাম মনু খালাসী, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শামছুদ্দিন আজাদী।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২