প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ৫:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৫, ৬:৪০ পি.এম
মণিরামপুরে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

মণিরামপুর প্রতিনিধি
যশোরের মণিরমপুরে ৩০পিছ ইয়াবাহসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মণিরামপুর থানা পুলিশ। বুধবার ২১ মে রাতে মণিরামপুর ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে তাকে আটক করেন মণিরামপুর থানা পুলিশ। এ সময় অভিযান চালান মণিরামপুর থানার এসআই শহিদুল ইসলামসহ সংগীয় ফোর্স।
মণিরামপুর থানার মামলা নং-১৯/২৫ আটককৃত ব্যক্তি হলেন মদ্বোকুল গ্রামের,আবুল হোসেনের ছেলে রাসেল হোসেন,থানা কেশবপুর জেলা যশোর। পুলিশ সূত্রে জানা যায়,বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় রাসেল হোসেনকে তল্লাশি করে ৩০পিছ ইয়াবাহ ট্যাবলেট ও মাদক বিক্রিত-৬৪২৬৫ টাকা উদ্ধার করা হয়।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূর মোহাম্মদ গাজী বলেন,আমরা মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতে পাঠিয়েছি,এবং মাদকের এই অভিয়ান অব্যহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২