রবিবার (৯ অক্টোবর) ভোলার চরফ্যাশন থেকে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৩।
গ্রেফতারকৃতর নাম মোছাঃ রোজিনা আক্তার (৩০)।
র্যাব জানান, ২০০৮ সালে ১৬ বছর বয়সে রোজিনার সাথে দয়াজ মিয়ার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পরে রাজমিস্ত্রি সুমনের সাথে রোজিনার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। তাদের এই প্রেমের বিষয়টি পরিবারের লোকজন জানতে পারায় পারিবারিক কোন্দল সৃষ্টি হয়। এই কোন্দলের জেরে রোজিনার স্বামী ও তার ৪ ভাই মিলে পরিকল্পিতভাবে সুমনকে হত্যা করে। নিহত সুমনের পরিবার রোজিনাসহ তার পরিবারের ১২ জনের বিরুদ্ধে জালালাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামীরা হলেন,রোজিনা,স্বামী দরাজ মিয়া ও তার ৪ ভাই নাম (জানা যায়নি)।
উক্ত মামলায় রোজিনা ছাড়া সকল আসামিরা আদালতে আত্মসমর্পণ করেন। রোজিনা ঘটনার পর পরই এলাকা থেকে পালিয়ে যায়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালে বিজ্ঞ আদালত রোজিনাকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন।
র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন,পলাতক অবস্থায় রোজিনা ২০১২ সালে হেলাল উদ্দিন নামে একজনকে বিয়ে করেন।
স্বামী হেলালকে নিয়ে কিছুদিন রাজধানীর মিরপুরে বসবাস করে পরবর্তীতে চট্রগ্রামের বন্দরটিলা এবং এরপর চরফ্যাশন এলাকায় চলে যায়। আসামী রোজিনার ৭ বছর বয়সের ১জন কন্যা সন্তান রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮