হোসাইন রুবেল ভোলা ।।
ভোলায় ভোলা-চরফ্যাশন মহাসড়কের তালতলী নামক বাজার মসজিদের সামনে এক দুর্ঘটনায় আবদুল হাসেম মাল (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ভোলা-চরফ্যাশন মহসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার দুপুরে ভোলা-চরফ্যাশন মহাসড়কের তালতলী বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত আবদুল হাসেম মাল সদর ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড রুহিতা গ্রমের মালেগো বাড়ির আশাদ আলী মালের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আবদুল হাসেম এর মেয়ে চট্টগ্রাম থাকে সেখান থেকে আসবে শুনে সকালে বাজার থেকে মাছ কিনতে জান তিনি। দুপুরে ভোলার বাসস্টান থেকে তালতলী বাজারে বোরাক থেকে নেমে বাড়ি যাওয়ার সময় ভোলামূখি বাস তাকে চাপা দেয়।
আর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)
মোহাম্মদ আবুল কালাম আজাদ ঘটনা স্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোলা-চরফ্যাশন মহাসড়কে তালতলী নামক বাজারে আবদুল হাসেম মাল (৮০) নামের বৃদ্ধ রাস্তা পারাপারের সময় চরফ্যাশন থেকে ভোলাগামী দিগন্ত নামের একটি যাত্রীবাহী বাসের চাপায় পৃষ্ঠ হয়ে ঘটনা স্থলেই তিনি মারা গেছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো আমরা জনগনের সাথে সমন্নয় করে সিদ্ধান্ত নিয়েছি, এ ঘটনার সুস্থ সমাধান না হওয়া পর্যন্ত ভোলা-চরফ্যাশন মহাসড়ক বাস চলাচল বন্ধ থাকবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর এ ঘটনায় তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮