হোসাইন রুবেল ভোলা।।
ভোলায় সড়ক দুর্ঘটনায় নজির আহম্মেদ (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী। তবে তাৎক্ষণিকভাবে আহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (৩ নভেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে ভোলা-বরিশাল মহাসড়কের বান্দের পাড় নামক জায়গায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে এগারোটার দিকে বরিশাল বাকেরগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে এক যুবক ভোলায় আসছিলেন। মোটরসাইকেলটি ভোলা-বরিশাল মহাসড়কের বান্দের পাড় এলাকায় পৌঁছালে রাস্তা পারাপার হতে গিয়ে বৃদ্ধ নজির আহম্মেদ মোটরসাইকেলটির সাথে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলে লুটে পড়েন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা নজির আহমেদ ও মোটরসাইকেল আরোহীকে স্পিডবোট যোগে বরিশাল শেরে-বাংলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় স্পিডবোটে নজির আহমেদের মৃত্যু হয়। আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে ভর্তি করা হয় হাসপাতালটিতে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন জানিয়েছেন, মৃত্যু নজির আহমেদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নজির আহমেদের মরদেহ তাঁর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং মোটরসাইকেলটি স্থানীয় ফারুক মেম্বারের জিম্মায় রাখা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮