হোসাইন রুবেল ভোলা ॥
ভোলা পৌরসভার ৮নং ওয়ার্ডে ঘরের গ্রীল কেটে ঠিকাদারের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ওই বাসা থেকে ৪০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় দুই লক্ষাধিক টাকা নিয়ে গেছে। বুধবার (২৭ অক্টোবর) গভীর রাতে পৌর ৮নং ওয়ার্ডের রুপসী সিনেমা হল সংলগ্ন ঠিকাদার ইকবাল হোসেনের বাসায় এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। ইকবাল হোসেনের স্ত্রী নাসরিন আক্তার বলেন, গতকাল (বুধবার) রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। গভীর রাতের দিকে গ্রীল কেটে চোরচক্র বাসায় প্রবেশ করে। এসময় তারা আলমিরা ভেঙ্গে ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় দুই লক্ষ টাকা নিয়ে যায়। সকালে আমরা ঘুম থেকে উঠে আলমিরাসহ বিভিন্ন সুকেজের মালামাল এলোমোলো দেখতে পাই। আলমিরাতে রাখা স্বর্ণ ও টাকা খুজতে গিয়ে দেখি সেগুলো নেই। চোরদল সেগুলোকে নিয়ে গেছে। এ ঘটনাটি আমরা তাৎক্ষনিক ভোলা সদর মডেল থানা পুলিশকে জানাই। ভোলা সদর থানার ওসি মোঃ এনায়েত হোসেন বলেন, ঠিকাদার ইকবাল হোসেনের বাসায় চুরির ঘটনাটি আমরা শুনেছি। এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে আমরা চোরচক্রকে ধরার চেষ্টা চালাচ্ছি। আশা করি খুব দ্রুত তাদেরকে আটক করতে সক্ষম হবো।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮