পুলিশ সুত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মনিরুল ইসলাম জানায় যে, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে গত ১৬ জানুয়ারী সকালে অতি গোপনে সু-পরিকল্পিত ভাবে ৮ টি ১০০০ টাকার জাল নোট ও ১ টি ৫০০ টাকার জাল নোট তার প্রতিপক্ষ ভিকটিম কাউসার আহমেদ সুজন (৩৫) এর মোটর সাইকেলের সিট কভারের ভিতরে রেখে দেয়া হয়। পরবর্তীতে সোমবার (১৭ জানুয়ারী) ৪ টা ১০ মিনিটের সময় ডিবি পুলিশের একটি টিম কে অবহিত করি এবং মামলার ঘটনাস্থলে ডিবি পুলিশকে নিয়ে অপেক্ষা করি। কিছু সময় পরে ভিকটিম তার মোটরসাইকেল সহ আমাদের সামনে আসলে পুলিশ মোটরসাইকেলের গতিরোধ করে। আসামি মোটর সাইকেলের চাবি নিয়ে উক্ত মোটরসাইকেলের সিট কভার খুলে ৮ টি ১০০০ টাকার জাল নোট ও ১ টি ৫০০ টাকার জাল নোট বের করে। পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮