হোসাইন রুবেল ভোলা।।
ভোলায় সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কাঠির মাথার তেমাথা বাজার সংলগ্ন ১নং ওয়ার্ডের স্থানী নিবাসী কুখ্যাত সন্ত্রাসী,চাঁদাবাজ মেন্দি মালেকের সম্প্রতি চাঁদবাজী,ও বোমা হামলা,তাশ খেলা,জুয়া খেলা,নানা অপকর্ম বন্ধের দাবিতে ভোলা প্রেসক্লাবে গতকাল বুধবার সকাল ১১ঘটিকায় মানববন্ধন করে ভোলা জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও কাচিয়া ইউনিয়নের পর-পর তিন বারের নির্বাচিত, সকলের অত্যন্ত প্রিয় এবং ভালোবাসা চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব । সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার কাচিয়া ইউনিয়নের কাঠির মাথার তেমাথায় আব্দুল মালেক (ওরফ মেন্দি মালেক) একজন বিখ্যাত একজন চাঁদাবাজ ও সন্ত্রাসী। সে প্রতিদিন ট্রাক্টর,মালবাহী গাড়ি,অটোরিক্সা বোরাক সব কিছু থেকে ২০ টাকা থেকে শুরু ২০০ টাকা ৫০০টাকা চাঁদা তোলে। আমি তাকে হাজারবার বারণ করেছি, এমনকি তাকে মসজিদে নিয়ে তিন-তিনবার ওয়াদা করিয়েছি।সে আমার সাথে ওয়াদা দেয়। কিন্তু কয়েক দিন পরে সে তা ভুলে পূণরায় আবার সেই অবৈধ কাজে লিপ্ত হয়। আজ পর্যন্ত ও আমার কোন নিষেধ শোনেন।। ওর জ্বালায় আমার এলাকার নিরীহ অসহায় মানুষগুলো অতিষ্ঠ হয়ে উঠেছে। সেই অসহায় পরিবারগুলো তার অত্যাচারে দিশেহারা তার বিরুদ্ধে বাদী হয়ে ভোলা থানায় মামলা করেছে।
প্রতিদিনর মতা করে তিনি গত ১৭-১১-রোজ বুধবার দুপুরে কাঠিরমাথা নামক এলাকায় মেন্দি মালেগো তেমাথা বাজারে চাঁদাবাজিকালে মেন্দি মালেককে স্থানীয় প্রায় ৫-৬শ লোক ঘেরাও করলে সে দৌড়ে একটি দোকানের ভিতরে ডুকে। সংবাদ পেয়ে আমি সেখানে গিয়ে দেখি ৫-৬শ লোক ওকে একটি দোকানের ভেতরে আটকে রেখেছে। আমি বিক্ষুব্ধ জনতার রোষানল থেকে তাকে বাঁচাতে সাথে-সাথে থানায় ফোন করি। কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসলে তাকে পুলিশের হাতে তুলে দেই। পড়ে সে পুলিশ প্রহরা থেকে পালিয়ে যায়। কয়েক দিন পালিয়ে থেকে গত ২২ নভেম্বর রাতে কাঠির মাথা বাজারে মালেক ও তার ভাই বাবুল এবং তার ছেলে কামরুলের নেতৃত্বে মনির মেম্বারের মাছ ঘাটে বোমা হামলা ও লুটপাট চালায়। এসময় তারা কয়েক জনকে পিটিয়ে গুরুতর আহত করে এবং বগি দা দিয়ে কুপিয়ে ঘাটটি তছনছ করে। স্থানীয় লোকজন তাদের ধাওয়া করলে ট্রলার যোগে তারা পালিয়ে যায়। এ ব্যাপারে ভোলা থানায় মামলা হয়েছে। এমতাবস্থায় আমি কাচিয়া ইউনিয়ন বাসীর পক্ষে তাদের অভিভাবক হিসেবে আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে সন্ত্রাসী মেহেন্দি মালেক সহ এই চক্রের সদস্যদের অনতিবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। অবিলম্বে যেন এই মেন্দি মালেক সহ সন্ত্রাসীদের গ্রেফতার করে এলাকা বাসীকে শান্তিপূর্ণ পরিবেশে শান্ত রাখার অনুরোধ করেছি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮