হোসাইন রুবেল ভোলা থেকে।।
ভোলার মাঝের চরে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প অর্থাৎ আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ৪২০টি পরিবারের বসবাসরত পূরাতন ব্যারাককে নতুন ব্যারাকে প্রতিস্থাপণ করা হচ্ছে।
জানা যায়,রামদেব (২) প্রকল্পে ১২টি ব্যারাক ১০টি ইউনিট বিশিষ্ট ১২গুণ ১০ সর্বমোট(১২০) এভাবে রামদেবপুর ৩,৪,৫ প্রকল্পে ১০টি ইউনিটে ১০টি করে ব্যারাক নতুন ভাবে সেমিপাকা ব্যারাকে প্রতিস্থাপণ করে দেয়া হচ্ছে। এমনি ভাবে রামদেবপুর ২,৩,৪,৫ এই চারটি প্রকল্পের মাধ্যমে ৪২০পরিবারকে দেয়া হচ্ছে এমন ঘর।
পরিবারগুলো আগের যে টিন সেটের ব্যারাকে বসবাস করত,সেই পূরাতন টিনের ব্যারাকগুলোর অবস্থা ছিল খুবই জরাজীর্ণ,যেখানে বসবাস করা সত্যি কষ্টকর ছিল।
সেই পরিবারগুলোর কষ্টের কথা বিবেচনা করে স্থানীয় চেয়ারম্যান কাচিয়া ও মাঝের চরের মানুষের সুখে-দুঃখের বিপদ-আপদের পরম বন্ধু,পরপর তিন-তিনবারের অত্যন্ত সফল এবং জনপ্রিয় চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব জানতে পারে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে একটি মহতী উদ্যোগে হাতে নিয়েছে।
সাথে সাথে চেয়ারম্যান সার্বিক সহযোগিতা করে প্রধানমন্ত্রী সেই আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সেই জরাজীর্ণ ব্যারাক গুলোকে নতুন সেমিপাকা সিআইসিট ব্যারাক অর্থাৎ উপরে টিন আর বাকী চারপাশ পাকা করে দেয়া হচ্ছে।
ভোলা জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব আপ্রাণ চেষ্টা করে অবশেষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী,মানবতার মা,ভোলার মাঝের চরের এই নিপিড়ীত মানুষের কথা বিবেচনা করে ৪২০টি পরিবারগুলোকে সিআইসিট মাধ্যমে সেমিপাকা ঘর নির্মাণ করে দিচ্ছে। যা নির্মাণের দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ নৌবাহিনীকে। তারই ফলশ্রুতিতে গত ০৮ই ডিসেম্বর রোজ বুধবার বেলা ১১ঘটিকার সময় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের কাজ যৌথ ভাবে পরিদর্শন করতে আসেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সহিদুল ইসলাম,প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ (২) প্রকল্পের সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, মোঃ আলী সুজা,সহকারী কমিশনার (ভূমি) ভোলা সদর, ভোলা, কাচিয়া ও মাঝের চরের স্বনামধন্য চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব। ভোলার মাঝের চরে পরিদর্শনে আসা প্রতিনিধিদের সাথে কাজের অগ্রগতি সম্পর্কে আলাপ করলে তারা বলেন, আমরা অতি দ্রুতই রিপোর্ট দিচ্ছি এবং খুব শিগগিরই আমরা এর কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮