হোসাইন রুবেল ভোলা ॥
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে ভোলা প্রেসক্লাব। বৃহ¯পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, প্রবীণ সাংবাদিক এম এ তাহের, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, সহসভাপতি জুন্নু রায়হান, এসএ টিভির প্রতিনিধি এ্যাডভোকেট শাহাদত শাহিন, সময় টিভির প্রতিনিধি নাছির লিটন, একাত্তর টিভির প্রতিনিধি কামরুল ইসলাম, একুশে টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, দৈনিক মানবজমিন প্রতিনিধি এ্যাডভোকেট মনিরুল ইসলাম, যমুনা টিভি প্রতিনিধি এইচ এম জাকির, বাসস প্রতিনিধি হাসনাইন আহমেদ মুন্না, সাংবাদিক ও আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু, চ্যানেল-২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু দৈনিক গণমুক্তি ও ডেইলি স্ট্রেট পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি আলী হোসেন রুবেল প্রমূখ ।
অনুষ্ঠান শেষে বিদায়ী পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। তিনি দীর্ঘ আড়াই বছর ভোলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছে। গত ১০ অক্টোবর তাকে টাঙ্গাইলের পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮