হোসাইন রুবেল ভোলা ।।
ভোলার চরফ্যাশনে র্যাবের সঙ্গে গোলাগুলিতে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোবিবার (৫ডিসেম্বর) ভোর ৪টার সময় চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘঠনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহত ওই দুই ব্যক্তির নাম পরিচয় জানা না গেলেও র্যাব দাবি করেছে নিহত দু’জনই জলদস্যু বাহিনীর সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা জেলা পুলিশ সুপার মোমহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, রোবিবার ভোরে কুকরি-মুকরি ইউনিয়নের জাইল্লার খাল এলাকায় অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি চালায়। এসময় র্যাবও পাল্টা গুলি চালায়। পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থলে গিয়ে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে দক্ষিণ আইচা থানা পুলিশ। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক অমিতাভ দে তাদের মৃত ঘোষণা করেন। তিনি বলেন,প্রথম ব্যক্তির বুকের বাঁ পশে ৩টি ও দ্বিতীয় ব্যক্তির বুকে দুইটি গুলির চিহ্ন রয়েছে। এবিষয়ে র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন ভোলা পুলিশ সুপার।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮