স্টাফ রিপোর্টার
ভোলা ।।
ভোলা ১ আসনের এ অভূতপূর্ব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনীত আমাদের ভোলাবাসী সকলের প্রিয়, বর্ষিয়াণ রাজনীতিবিদ, বাংলাদেশের রাজনীতির আইকন,আধুনিক ভোলার রুপকার, ৬৯ এর গণঅভুথ্যানের মহা নায়ক, দক্ষিণ বাংলার কিংবদন্তী পার্লামেন্টারিয়ান ও সাবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুই বারের অত্যন্ত সফল শিল্প ও বাণিজ্য মন্ত্রী,জাতীয় নেতা তোফায়েল ভাইয়ের বিকল্প নেই।
জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ভোটে এমপি হয়ে তিনি ইতোমধ্যে ভোলার পৌরসভা থেকে শুরু করে সদর উপজেলার তেরোটি ইউনিয়ন যে অভূতপূর্ব কাজ করেছেন তা সত্যি শ্রদ্ধা ভরে স্বরণীয়। আমি স্বচক্ষে যা দেখেছি বিএনপি-জামাত জোটের এমপিরা কখনো জনগণের ভোটে এমপি হয়ে আসেনি, তাই তারাএমপি হয়েও ভোলার মানুষের জন্য কখনোই কিছু করেনি বরং লুটপাট করে তারা তাদের আখের গুছিয়েছেন। অথচ আমাদের এ কিংবদন্তি নেতা এ দীর্ঘ পনেরোটি বছর দিনরাত ভোলার তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের মানুষের জন্য করেছেন। তিনি যে কোন মানের নেতা তার জ্বলন্ত প্রমাণ হলো আমাদের ভোলাবাসীর দীর্ঘ দিনের লালিত স্বপ্ন ভোলা বরিশাল ব্রিজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামীলীগের এ বর্ষিয়াণ নেতার কথা ফেলতে না পেরে সর্বশেষ সংসদে অকপটে ভোলা বরিশাল ব্রিজটি অতি দ্রুত সময়ে মধ্যে করে দেবেন বলে আসস্ত করেছেন। প্রিয় নেতার কল্যাণে আমাদের ভোলাবাসী দীর্ঘ দিনের তিল- তিল করে জমানো লালিত স্বপ্ন অতি দ্রুতই পূরণ হতে চলছে বলে আশা করা যায়।
গতকাল ১৪ জুলাই শুক্রবার তার নিজ অফিস কক্ষে আসছে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন বিষয়ে একান্ত আলাপ কালে এসব কথা বলেন, সাবেক ভোলা জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব।
জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ভোটে এমপি হয়ে তিনি ইতোমধ্যে ভোলার পৌরসভা থেকে শুরু করে সদর উপজেলার তেরোটি ইউনিয়ন যে অভূতপূর্ব কাজ করেছেন তা সত্যি শ্রদ্ধা ভরে স্বরণীয়। আমি স্বচক্ষে যা দেখেছি বিএনপি-জামাত জোটের এমপিরা কখনো জনগণের ভোটে এমপি হয়ে আসেনি, তাই তারাএমপি হয়েও ভোলার মানুষের জন্য কখনোই কিছু করেনি বরং লুটপাট করে তারা তাদের আখের গুছিয়েছেন। অথচ আমাদের এ কিংবদন্তি নেতা এ দীর্ঘ পনেরোটি বছর দিনরাত ভোলার তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের মানুষের জন্য করেছেন। তিনি যে কোন মানের নেতা তার জ্বলন্ত প্রমাণ হলো আমাদের ভোলাবাসীর দীর্ঘ দিনের লালিত স্বপ্ন ভোলা বরিশাল ব্রিজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামীলীগের এ বর্ষিয়াণ নেতার কথা ফেলতে না পেরে সর্বশেষ সংসদে অকপটে ভোলা বরিশাল ব্রিজটি অতি দ্রুত সময়ে মধ্যে করে দেবেন বলে আসস্ত করেছেন। প্রিয় নেতার কল্যাণে আমাদের ভোলাবাসী দীর্ঘ দিনের তিল- তিল করে জমানো লালিত স্বপ্ন অতি দ্রুতই পূরণ হতে চলছে বলে আশা করা যায়।
গতকাল ১৪ জুলাই শুক্রবার তার নিজ অফিস কক্ষে আসছে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন বিষয়ে একান্ত আলাপ কালে এসব কথা বলেন, সাবেক ভোলা জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮