প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৫, ৭:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২৪, ৩:১৪ পি.এম
ভোলায় মেঘনায় বজ্রপাতে বাবা মৃত্যু ছেলে নিখোঁজ।।

মো:সোহেল- ভোলা জেলা।।
ভোলায় মেঘনা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে সালাউদ্দিন মাঝি- ৩৯- নামে এক জেলে নিহত হয় ও তার ছেলে শাহিন -১৩- এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া জায় কিন্তু যুবক শাহিন এখনো নিখোজ, তারা ভোলা সদর উপজেলা ধনিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ডের রশিদ মাঝির ছেলে
সোমবার -১৯আগস্ট- বিকাল ৫ টার দিকে এই মৃত্যুর ঘটনা ঘটে- ভোলার মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. সালাউদ্দিন -৩৯- নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন তার ছেলে মো. শাহিন আহমেদ -১৩- সোমবার -১৯ আগষ্ট- বিকেলে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কোরার বাজার সংলগ্ন মেঘনা নদীতে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর বিদ্যুৎ কুমার বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্য সালাউদ্দিন মাঝি ধনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল রশীদ মাঝির ছেলে । নৌকাটিতে সালাউদ্দিন মাঝি তার ছেলে শাহীন
মৃত্য সালাউদ্দিনের পরিবার জানায়- সোমবার বিকালে তাঁরা তারা মেঘনা নদীতে মাছ ধরছিল। এসময় হঠাৎ করে তাদের নৌকাতে বজ্রপাত হয়। এতে সালাউদ্দিন মাঝি বজ্রপাতে মৃত্যু বরন করেন তার ছেলে শাহীন নদীতে পড়ে গেছে।তাকে এখনো পাওয়া জায়নি-
ভোলা ফায়ারসার্ভিসের ডিউটি অফিসার জানান- খবর পেয়ে ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। তবে বৈরী আবহাওয়া থাকার কারণে তাঁরা কাজ করতে পারেননি। আবহাওয়া সাবাবিক হলে নিখোঁজ শাহীনকে উদ্ধার করার জন্য ডুবুরি টিম কাজ করবে বলে জানিয়েছেন
ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর বিদ্যুৎ কুমার বড়ুয়া একই কথা জানিয়েছেন সাংবাদিকে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২