স্টাফ রিপোর্টার ভোলা।।
ভোলায় প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে ১১দফা দাবি বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫ জুন রোজ রবিবার সকাল ১২ ঘটিকার সময় ভোলার বাপ্তা বাসস্ট্যান্ড সংলগ্ন প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের আয়োজনে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের হলরুমে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের প্রকল্প পরিচালক চিন্ময়ী তালুকদারের সভাপতিত্বে প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়ন বিষয়ে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, ভোলা দর্পণ পত্রিকার সম্পাদক মোতাছিম বিল্লাহ, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ,দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি হাসিব রহমান,বাসসের স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না,যায়যায়দিনের স্টাফ রিপোর্টার নুরে আলম ফয়েজ,আনন্দ টিভির জেলা প্রতিনিধি এম রহমান রুবেল জাতীয় দৈনিক গণমুক্তির স্টাফ রিপোর্টার আলী হোসেন রুবেল ভোলা প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের প্রকল্প পরিচালক চিন্ময়ী তালুকদার প্রথমে উপস্থিত সকল সাংবাদিকদের পরিচয় নিয়ে বাংলাদেশ সরকারের কাছে প্রতিবন্ধীদের এ ১১ দফা দাবি
১. ২০২৩-২৪ জাতীয় বাজেটেই প্রতিবন্ধী ব্যক্তি ভাতা মাসিক ন্যূনতম ৫০০০ টাকা এবং শিক্ষা উপবৃত্তি মাসিক ২০০০ টাকা করতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ভাতা ও উপবৃত্তি উভয়ই বরাদ্দ করতে হবে।
২. প্রতিবন্ধী মানুষের সরকারি চাকরিতে নিয়োগে বিশেষ নীতিমালা (কোটা) প্রণয়ন।
৩. চলতি বাজেটেই বাংলাদেশ ব্যাংকে ১০০০ কোটি টাকার প্রতিবন্ধী ব্যক্তি উদ্যোক্তা তহবিল গঠন। এমনি ভাবে ১১টি দফা দাবি নিয়ে যুগোপযোগী আলোচনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮