প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৪:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৪, ১২:২৭ পি.এম
ভোলায় কোস্টাগার্ড দক্ষিণ জনের অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ ২জন জলদস্যু আটক।।

মো: সোহেল
ভোলা জেলা প্রতিনিধি।।
ভোলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ দেশী ও বিদেশি অস্ত্রসহ দুই জলদস্যু আটক করা হয়। সোমবার -২ই সেপ্টেম্বর- সকাল ১১ টায় জেলা কোস্ট গার্ড দক্ষিণ জোনের প্রেস ব্রিফিং এ তথ্য জানান মিডিয়া সেল কর্মকর্তা লেঃ কমান্ডার এইচ এম এম হারুন -উর-রশীদ।
ব্রিফিং এ এই কর্মকর্তা জানায় -ভোলা জেলার সদর উপজেলার বঙ্গের চর একটি সক্রিয় ডাকাত দল বিভিন্ন জেলেকে জিম্মি করে তাদের তাদের টাকা পয়সা হাতিয়ে নিতেন এবাবেই ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে কোস্ট গার্ড তথ্য পায়। ভুক্তভোগী জেলেরা কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকির সম্মুখীন হয়েছেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ২ই সেপ্টেম্বর রাত ১২টা হইতে সকাল ৮টা পযর্ন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি বেইজ ভোলা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে। ভোলার মেঘনা নদীর বঙের চর এলাকায় বাহাদুর বাহিনী নামক একটি ডাকাত দলের আস্তানায় ঘন্টা ব্যাপি চিরনি অভিযান পরিচালনা করে বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর বাহাদুর -৪০- ও তার সহযোগী ইকবাল হোসেন -২৪- কে ২০ টি বিভিন্ন দেশীয় অস্ত্র দেশীয়,৩ টি আগ্নেয়াস্ত্র,সহ১৫ রাউন্ড তাজা গোলা- এবং নগত ১ লক্ষ ১৫হাজার ৭০ টাকাসহ আটক করা হয়৷ আটক করে ডাকাত আলী আজগর বাহাদুর ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের গোলাম মোস্তফার ছেলে ও ইকবাল হোসেন ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন চরমনষা গ্রামের আবুল কালামের ছেলে। পরে আটককিতো ডাকাত সহ উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামতসহ ভোলা সদর মডেল থাকায় সোপর্দ করা হয়েছে। বিষয় টি নিচ্ছিত করেন ভোয়া জেলার কোস্ট গার্ডের দক্ষিণ জনের মিডিয়া সেল কর্মকর্তা লেঃ কমান্ডার এইচ এম এম হারুন -উর-রশীদ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২