সোহানুর রহমান বাপ্পি ক্রাইম রিপোর্টার
কিশোরগঞ্জ জেলার ভৈরব রেলওয়ে জংশনে বিশেষ অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনে একজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে যাত্রা করছে বলে নিশ্চিত হওয়া যায়। সেই অনুযায়ী র্যাবের দলটি ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টারের সহায়তায় ট্রেনটি ভৈরব রেলওয়ে জংশনে থামায়।
পরবর্তীতে ১৭ মে ২০২৫, রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে ট্রেনের তিনটি বগিতে তল্লাশি চালিয়ে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মোঃ আলমগীর হোসেন (৪২), পিতা মৃত মোস্তফা, সাং-দেবোগ্রাম, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া—কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ৮ লাখ টাকা।
ঘটনার পর গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত কিশোরগঞ্জ জেলার ভৈরব রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।
র্যাবের এ ধরনের নিয়মিত অভিযান মাদকবিরোধী কর্মকাণ্ডে দৃশ্যমান অগ্রগতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮