প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ১০:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ১:২১ পি.এম
ভূরুঙ্গামারীর সীমান্তে ২ হাজার পিস ইয়াবাসহ মোটরসাইকেল আটক করেছে

মোঃ জাকারিয়া হোসেন কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত এলাকা হতে ২ হাজার পিস ইয়াবাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। শনিবার -১৫ মার্চ- বিকেল ৫ টার দিকে ভুরুঙ্গামারী উপজেলা থেকে এগুলো জব্দ করে বিজিবি।
বিজিবি জানায়, আনন্দ বাজার এলাকায় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করে বিজিপি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায় মাদক কারবারিরা। এসময় ২ হাজার পিস ইয়াবাসহ মোটরসাইকেলটি জব্দ করে দিয়াডাঙ্গা ক্যাম্পে নিয়ে যায় বিজিবি।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার প্রতিরোধে কঠোর নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২