প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৮:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৩, ৪:০৯ এ.এম
ভূয়া ফেইসবুক আইডির বিরুদ্ধে আ.লীগ নেতার জিডি।।

তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কে বা কারা তিতাস উপজেলা আ.লীগের সহ সভাপতি আনোয়ার হোসেন মোয়াজ্জেম এর নাম ও ছবি ব্যবহার করে একটি ফেইসবুক আইডি খোলেছে! এই বিষয়ে তিনি কিছুই জানেন না বলে প্রতিবেদককে জানান।পরে তিনি ফেইক আইডির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী করেছেন।
তিনি ফেইসবুকে সকলের উদ্দেশ্যে বলেন,
সন্মানিত ফেইসবুক সকল ভাই ও বন্ধুরা আপনাদের প্রতি শ্রদ্ধাশীল থেকে জানাচ্ছি যে, আমি শুধু আমার নামে একটি আইডি ব্যবহার করি অত্যন্ত দুঃখের সাথে বলছি এবং সাবধান করে দিচ্ছি আমি বাংলাদেশ সরকারের ডিজিটাল আইনের আওতায় আনার জন্য প্রথম রাষ্ট্রিয় আইন অনুযায়ী সাধারণ ডাইরি করলাম এবং সকলের অবগতির জন্য পোষ্ট করলাম সবাইকে সালাম ভালো থাকবেন ইনশাআল্লাহ।
তিনি সতর্ক করে আরও বলেন,ফেইক আইডি দিয়ে কারো কাছে কোন কিছু চাইলে না দেওয়ার জন্য অনুরোধ করা হলো।ফেইক আইডি দিয়ে কারো কাছে কোন অসৌজন্যমূলক তথ্য পাঠালে তার জন্য আমি দায়ী হবো না।সকলকে ধন্যবাদ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২