প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৪:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ৪:১৯ পি.এম
ভুরুঙ্গামারীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ জাকারিয়া হোসেন ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম,
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আজ মঙ্গলবার (১৪ আগস্ট ২০২৫) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দ্বীপ জন মিত্র।
সভায় ভুরুঙ্গামারী উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের এস আই মিতু, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভুরুঙ্গামারী উপজেলার প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরন অংশ নেন। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রশাসনের পিআইও মহোদয়।
সভায় জানানো হয়, ভারী বৃষ্টি ও উজানের ঢলে উপজেলার বিভিন্ন এলাকার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে, বহু রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গবাদি পশুর নিরাপদ আশ্রয়ের সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবার ও পশুপাখির জন্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে জরুরি ও সাময়িক সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২