মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়া উপজেলা প্রশাসনের কঠোর অবস্থানের পরও থেমে নেই কৃষি জমির মাটি কাটা। দক্ষিণ ঢেমসা কলেজ রোডে অবস্থিত GBM ব্রিকফিল্ডে কৃষি জমির মাটি কাটার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ১জনকে ১,০০,০০০-এক লক্ষ- টাকা জরিমানা হয়েছে।
মঙ্গলবার -৪ ফেব্রুয়ারি- দুপুর ১২ টায় দক্ষিণ ঢেমসা কলেজ রোডে অবস্থিত GBM ব্রিকফিল্ডে কৃষি জমির মাটি কাটার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশন -ভূমি- ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযান পরিচালনাকালে অভিযোগের সত্যতা পাওয়ায় মালিক পক্ষের একজন দক্ষিণ ঢেমশার মোহাম্মদ ইউনুছের ছেলে মোহাম্মদ ইসমাইল-৬৪-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ১,০০,০০০-এক লক্ষ- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং আদায় করা হয়। সেই সাথে ভবিষ্যতে এই ধরণের কাজে লিপ্ত হবেনা মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার-ভূমি- ফারিস্তা করিম। অভিযানে সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারী সহ সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮