সজল আহমেদ সিলেট সদর প্রতিনিধি:
সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে ১৮ জুলাই শুক্রবার বিকেল ৫টায় 'ভালোবাসার কুঁড়ে ঘর স্বেচ্ছায় রক্তদান সোসাইটি'র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সূচনা হয় ভালোবাসার কুঁড়ে ঘর স্বেচ্ছায় রক্তদান সাংগঠনিক জাহেদ হাসান ইমন কুরআন তেলাওয়াতের মাধ্যমে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেডক্রিসেন্ট এডহোক কমিটির সদস্য, ফয়সল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিব্বির আহমদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইং-এর কেন্দ্রীয় কমিটির সংগঠক। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির সিলেট মহানগরের সদস্য,সজল আহমেদ, , ফ্রেন্ডস ব্লাড ডোনেশন, সিলেট-এর প্রতিষ্ঠাতা পরিচালক,মাহমুদুল হাসান নাঈম,সিলেট ওসমানী মেডিকেল ইন্চাজ ,শাহাব্বুদ্দিন শিহাব।
প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ বলেন, রক্তদান একটি মহৎ কাজ এবং এর মাধ্যমে আমরা অনেক মানুষের জীবন বাঁচাতে পারি। ভালোবাসার কুঁড়ে ঘর সোসাইটির মত উদ্যোগগুলো সমাজের জন্য অপরিহার্য।"
বিশেষ অতিথির বক্তব্যে শিব্বির আহমদ বলেন এই ধরনের সামাজিক উদ্যোগ সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"
ভালোবাসার কুঁড়ে ঘর স্বেচ্ছায় রক্তদান সোসাইটির চেয়ারম্যান এস কে রিয়া রায়হান সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, "আমাদের লক্ষ্য হলো রক্তের অভাবে কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। আমরা একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই যেখানে সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করতে উৎসাহিত হবে।"
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি :এস কে রায়হান উদ্দিন মিনাজ।সহ-সভাপতি:আ:কুদ্দুস, সাধারণত সম্পাদক জয়নুল সাংগঠনিক,জাহেদ হাছান ইমন, প্রধান সাংগঠনিক,রাশেদ সহ-সাংগঠনিক, ইমরান সিনিয়ার ভাইস চেয়ারম্যান, কার্যকারী চেয়ারম্যান শাহিন আহমদ, প্রধান প্রচার সম্পাদক ইব্রাহিম, সহকারী প্রচার সাম্পাদক মামুন, সহ-কারী পরিচালক তানজিল
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্যরাও উপস্থিত ছিলেন।
ভালোবাসার কুঁড়ে ঘর স্বেচ্ছায় রক্তদানের লক্ষ্য হলো সমাজে রক্তদানের সচেতনতা বৃদ্ধি করা এবং রক্তদানের মাধ্যমে অসহায় রোগীদের সাহায্য করা।
ভালোবাসার কুঁড়ে ঘর স্বেচ্ছায় রক্তদানের এই উদ্যোগ সিলেটবাসীর কাছে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে। এতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ যুক্ত হয়ে রক্তদানের মাধ্যমে মানবতার সেবা করতে পারবে। সোসাইটির চেয়ারম্যান এস কে রিয়া রায়হান তাঁর বক্তব্যে বলেন, 'আমরা আশা করি এই উদ্যোগ সিলেট তথা দেশের অন্যান্য স্থানে রক্তদানের চেতনা জাগ্রত করবে।'
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮