দৈনিক আজকের বাংলা ডেস্ক।।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ভেঙে ‘উত্তরবঙ্গ’ ও ‘জঙ্গলমহল’ নামে দুটি আলাদা রাজ্য গড়ার দাবি উঠে ছিল আগেই। এবার এ তালিকায় যুক্ত হয়েছে আরও একটি নতুন নাম। মতুয়া সম্প্রদায়ের বিজেপি সমর্থকদের একাংশ নতুন করে দাবি তুলেছে, মতুয়াদের নিয়ে নতুন রাজ্য বঙ্গভূমি গড়তে। তবে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে এমন দাবি নাকচ করে দেওয়া হয়েছে বলে জানা যায়।
মঙ্গলবার মতুয়া অধ্যুষিত হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার পৃথক বঙ্গভূমি গড়ার দাবি তুলেছে। তিনি প্রশ্ন তোলেন, উত্তরবঙ্গ ও জঙ্গলমহল নিয়ে যদি আলাদা রাজ্যের দাবি উঠতে পারে, তাহলে নদীয়া ও বনগাঁর ১২টি বিধানসভা আসন নিয়ে উদ্বাস্তুদের জন্য পৃথক বঙ্গভূমি রাজ্য গঠনের দাবি উঠবে না কেন?
এ বিষয়ে অসীম সরকার আরও বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামগ্রিক উদ্যোগের প্রশংসা করি। তবে শুধু বিজেপি করার জন্য বিভিন্ন স্তরের কর্মী-সমর্থকদের ওপর যে অত্যাচার চালানো হচ্ছে, তা মেনে নেওয়া যায় না। কোনো রাজ্যের শাসক ভালো হলেও তাঁদের পারিষদেরা সাধারণ মানুষের যন্ত্রণা উপলব্ধি করতে না পারলে সেখানে বসবাস করা কঠিন হয়ে পড়ে।
এর আগে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা পৃথক উত্তরবঙ্গ ও বাঁকুরার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি তুলেছেন। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং ও মালদহ জেলা নিয়ে উত্তরবঙ্গ রাজ্য গড়তে চান জন বারলা। আর পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ এলাকায় জঙ্গলমহল রাজ্য গড়ার দাবি উঠেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮