স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ।।
ভালোবাসার টানে স্বামী-সন্তান রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছুটে এসেছিলেন ভারতীয় নারী নার্গিসা বেগম (৩০)। পরে তার বাংলাদেশি প্রেমিককে জুয়েল সরকারকে (২৬) বিয়ে করেন তিনি। তবে এবার নাটকীয় মোড় নিয়েছে সেই ঘটনা।
নার্গিসার ভারতীয় স্বামী মীর ফজলুর রহমানের মামলার প্রেক্ষিতে মঙ্গলবার (১ আগস্ট) সকালে জুয়েলসহ তাকে গ্রেপ্তার করা হয়। উপজেলার বালসাবাড়ী গ্রামের দাঁদপুর থেকে গ্রেপ্তারের পর দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গত রোববার (৩০ জুলাই) নার্গিসা ও জুয়েলের বিরুদ্ধে মামলা করেন মীর ফজলুর রহমান। নার্গিসা ও জুয়েলের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও তাকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে থানায় মামলা দায়ের করেন ভারতীয় এই ব্যক্তি।
উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেছেন, নিজ দেশে স্বামী সন্তান রেখে তথ্য গোপন করে বাংলাদেশে এসে জুয়েলকে বিয়ে করেন নার্গিসা। তার প্রথম স্বামীর করা প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় নার্গিসা ও জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। নার্গিসার বিরুদ্ধে মীর ফজলু রহমানের সঙ্গে বৈবাহিক সম্পর্ক রেখেই জুয়েলকে বিয়ের অভিযোগ রয়েছে। এছাড়া ভারতীয় স্বামীর কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে পালিয়ে আসার অভিযোগেও নার্গিসার বিরুদ্ধে মামলা রয়েছে।
প্রসঙ্গত, ফেসবুকে পরিচয়ের সূত্রে স্বামী ও ৮ বছরের শিশু সন্তান জিসানকে রেখে ভারত থেকে বাংলাদেশে চলে আসেন নার্গিসা। স্বামী ও সন্তানের কথা গোপন করে তিনি গত ১ জুন জুয়েলকে বিয়ে করেন। বাংলাদেশে এসে নার্গিসা নিজেকে নাইসা মল্লিক নামে পরিচয় দেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮