প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৬:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৮:২২ পি.এম
ভাইস চেয়ারম্যান কামরুলের ফাঁসির দাবীতে ছাত্র ও যুবদলের বিক্ষোভ; ডিম নিক্ষেপ

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
রামগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতারকৃত রামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম বিএসসির শাস্তির দাবীতে রামগঞ্জ উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। পরে তারা রামগঞ্জ থানার সামনে অবস্থান করে।
এর পূর্বে শুক্রবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ উপজেলার পানপাড়া বাজার এলাকা থেকে কামরুল ইসলাম বিএসসি ও চন্ডিপুর ইউনিয়ন যুবলীগ নেতা বিল্লাল হোসেন বিলুকে রামগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
আজ শনিবার দুপুর দেড়টায় বিপুল সংখ্যক পুলিশ প্রহরায় রামগঞ্জ থানা হেফাজত থেকে কামরুল বিএসসিসহ চন্ডিপুর ইউনিয়ন যুবলীগ নেতা বিল্লাল হোসেন বিলুকে পুলিশের গাড়ীতে উঠিয়ে জেলা আদালতে নেয়ার সময় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা কামরুল ইসলামকে লক্ষ করে এলোপাতাড়ি ডিম নিক্ষেপ শুরু করে। পুলিশ গ্রেফতারকৃতদের গাড়ীতে উঠিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
কামরুল ইসলাম বিএসসি রামগঞ্জ সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি ও রামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। কামরুল বিএসসি রামগঞ্জ পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার চেয়ারম্যান আলী আকবরের ছোট ছেলে এবং ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেনের ছোট ভাই।
রামগঞ্জ উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আতিকুর রহমান রিপন ও পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আবদুর রহমানসহ ছাত্র ও যুবদলের নেতাকর্মীরা জানান, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী কামরুল ইসলাম বিএসসির নেতৃত্বে ২০২৪ ইং সনের ২ আগষ্ট রামগঞ্জ বাইপাস সড়কে শিবির ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তি করে শ্লোগান দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা করে। এসময় সাংবাদিকসহ আহত ২০/২৫জন শিক্ষার্থী। লুটে নেয় অর্ধশতাধীক মোবাইল ফোন। বিভিন্ন সময় তার হাতে বিএনপি ও ছাত্রদলের অর্ধশতাধীক নেতাকর্মী তার হামলার শিকার হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর, লুটতরাজের অভিযোগও করেন ছাত্র ও যুবদলের নেতাকর্মীরা।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল ইসলামকে পানপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর হামলা, বিএনপি ও জামায়াত নেতাদের বিরুদ্ধে উস্কানিমূলক শ্লোগান দিয়ে হামলার ঘটনা, চলতি মাসের ১৬ তারিখে দরবেশপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমানের বাড়ীতে অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতে ষড়যন্ত্র-ও নাশকতা সৃষ্টি করে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার গোপন বৈঠকের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২