শওকত আলম, ককসবাজার:
কক্সবাজারে ‘Voices for Change Project’-এর সহযোগিতায় পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খান ফাউন্ডেশনের বাস্তবায়নে আয়োজিত এ সভায় নারী নির্যাতন প্রতিরোধ ও আইনি অধিকার নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
রোববার (১৫ ডিসেম্বর) জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ছৈয়দ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ তাওহিদুল আনোয়ার ও এডভোকেট ইউনূস। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ইলিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এড. ছৈয়দ আলম বলেন, নারী নির্যাতন একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে কেবল আইন থাকলেই যথেষ্ট নয়, আইন প্রয়োগের ক্ষেত্রে নৈতিকতা, মানবিকতা ও পেশাগত দায়িত্ববোধ জরুরি। ভুক্তভোগী নারীরা যেন ন্যায়বিচার পেতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে আইনজীবী ও সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি নারী ও শিশু নির্যাতন মামলায় দ্রুত বিচার এবং বিনা খরচে আইনি সহায়তা নিশ্চিত করার ওপর জোর দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ‘Voices for Change Project’-এর জেলা প্রকল্প কর্মকর্তা আবু সালাম, প্রকল্প কর্মকর্তা বেদানা খাতুন ও শামীমা ইয়াসমীন।
বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে আইনি সহায়তা কার্যক্রম আরও জোরদার করতে আইনজীবী, প্রসিকিউশন বিভাগ ও সুশীল সমাজের মধ্যে সমন্বয় অপরিহার্য। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে নারীর অধিকার সুরক্ষিত করা সম্ভব।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮