শওকত আলম, কক্সবাজার:
কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড (পূর্ব শাখা) বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লুৎফুর রহমান কাজল বলেছেন, “এই নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতেই বিএনপি মাঠে নেমেছে। ইনশাআল্লাহ, জনগণ এবার ভয়মুক্ত পরিবেশে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবে।”
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গত ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতায় কক্সবাজার-০৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল-এর পক্ষে মাঠপর্যায়ের প্রচার কার্যক্রম জোরদার করা হয়েছে।
এরই অংশ হিসেবে কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড (পূর্ব শাখা) বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী লুৎফুর রহমান কাজল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “ধানের শীষই মানুষের মুক্তির প্রতীক। তৃণমূল নেতাকর্মীদের ঐক্য ও জনগণের ভালোবাসাই বিএনপির সবচেয়ে বড় শক্তি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সরওয়ার রোমানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
উদ্বোধন শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় ধানের শীষের পক্ষে গণসংযোগ আরও জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮