প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ৬:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৪, ১০:৪৮ এ.এম
ভজেন্দ্রপুর গ্রামে অগ্নিকান্ডে প্রায় ৮ লাখ টাকা ক্ষতি।।

পাবনা প্রতিনিধি।।
উপজেলার ভজেন্দ্রপুর গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৮ লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে। ২ টি গরু, ১ টি ছাগল, ফ্রীজ সহ প্রয়োজনী আসবাবপত্র পুড়ে ভূষ্মিভূত হয়েছে।
ঘটনাটি ঘটেছে ৪ মার্চ দিবাগত গভীর রাতে সাইফুল ইসলাম বাড়িতে। গোয়াল ঘরের কোয়েল থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মালিগাছা ইউনিয়নের ১ নং ওয়াডে ভজেন্দ্রপুর গ্রামের রফিকুল ইসলামের গোয়াল ঘরে প্রতিদিনের মত কোয়েল জালিয়ে ঘুমিয়ে পড়ে।
এদিন রাতে কোয়েল থেকে আগুনের সুত্রপাত ঘটলে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে প্রতিবেশী সাইফুল ইসলাম গোয়াল ঘর পড়ে যায়। গোয়ালে থাকা ২ টি গরু, ১ টি ছাগল, পাওয়ার টিলার, শ্যালো মেশিন, ভ্যানগাড়িসহ প্রয়োজনীয় আসবাবপত্র আগুনে পড়ে ভূষ্মিভূত হয়। ঘটনাস্থলটি মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো: মুনতাজ আলী পরিদর্শন করেছেন।
এসময় আগুন নেভানোর সময় জয়নাল আবেদীন, জাহিদুল ইসলাম গুরুত্বর আহত হয়েছে। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২