নেত্রকোণা প্রতিনিধি,
জন্ম থেকেই শিশু সামিয়া আক্তার ঊর্মির হার্টে সমস্যা। সে হার্টে ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করে। নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কাকৈড়গড়া ইউনিয়নের ঊর্মির বাবা আবুল হাশেম প্যারালাইজড রোগী। ফলে তার পক্ষে শিশুটির চিকিৎসা করানো সম্ভবপর ছিলনা।
দারিদ্র্যতার সঙ্গে যুদ্ধ করা পরিবারটির অসহায়ত্বের কথা জেনে ঊর্মির চিকিৎসার দায়িত্ব নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
তার উদ্যোগে গত ২৮ জুন ঊর্মিকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এ ভর্তি করা হয়। পরদিন ২৯ জুন সফলতার সাথে শিশুটির হার্টের অপারেশন সম্পন্ন হয়।
বুধবার (২ জুলাই) ঊর্মিকে আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান,শিশুটি এখন শঙ্কামুক্ত। কিছুদিনের মধ্যেই পূর্ণ সুস্থ হয়ে সে বাড়ি ফিরতে পারবে।
ঊর্মির হার্টের সকল অপারেশন সম্পন্ন হবার খবরে তার পরিবার খুব খুশি। শিশুটির পরিবারের সদস্যরা বলেন, মানবিক রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ঊর্মির সুচিকিৎসা সম্পন্ন হচ্ছে। এটি অনেক বড় পাওয়া। তিনি উদ্যোগ না নিলে ঊর্মির সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব হতো না। আমরা কায়সার কামাল সাহেবের জন্য দোয়া করি।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন,মানবিক দায়বদ্ধতা থেকেই শিশু ঊর্মির পাশে দাঁড়িয়েছি। আজ তার হার্টের সফল অপারেশন হলো। তার পূর্ণাঙ্গ সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
প্রসঙ্গত ইতোপূর্বে হার্টে সমস্যা নিয়ে জন্ম নেয়া শিশু আবদুল্লাহ এবং তাইবার হার্ট অপারেশনের ব্যবস্থা করেন ব্যারিস্টার কায়সার কামাল। তার উদ্যোগে সফল অপারেশনের পর এই দুই শিশুই এখন সুস্থভাবে চলাফেরা করছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮