প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৯:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৩:০৪ পি.এম
ব্যারিষ্টার চৌধুরী ইশরাকের উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।।
উৎপল রক্ষিত
গাজীপুর প্রতিনিধি।।
কালিয়াকৈর মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের সামনে শুক্রবার বিকেলে ব্যারিষ্টার চৌধুরী ইশরাক আহমেদ চৌধুরীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মধ্যপাড়া ইউনিয়নের সাবেক বিএনপি সাধারন সম্পাদক এড্ শফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ড. ব্যারিষ্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- দীর্ঘ ১৫ বছর আওয়ামীলীগ সরকার বিএনপির নেতাদের হামলা- মামলা দিয়ে নির্যাতন করেছে।বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। আমি কালিয়াকৈরের সব মানুষকে নিয়ে রাজনীতি করতে চাই। বিএনপির চাঁদাবাজি করে না। আমারা সকল মানুষকে নিয়ে এক সাথে দেশের জন্য কাজ করতে চাই।
বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন- কালিয়াকৈর উপজেলা বিএনপির সহ সভাপতি জলিল মন্ডল- কালিয়াকৈর বিএনপির সহ সভাপতি মেহেরুল ইসলাম মুরাদ বকশী- গাজীপুর জেলা জজকোটের সাবেক পিপি আব্দুল খালেক- গাজীপুর জেলা যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম-
জেলা যুবদলের সদস্য ফজলুল হক-জেলা যুবদলের সদস্য মো. রাসেল আহমেদ- কালিয়াকৈর ছাএদলের সদস্য সচিব আল আমিন দেওয়ান প্রমুখ। বোয়ালী ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন সহ মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি- অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃনমূলের নেতা, কর্মী ও সমর্থকবৃন্দ উপস্হিতি ছিলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছাএ জনতার গন অভ্যুথানের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২