প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৩:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৫, ৭:৪৬ পি.এম
ব্যাটারি চুরির অপবাদে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা।।
মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের রায়পুরে সিএনজি অটো রিকশার ব্যাটারি চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে ।
সোমবার -৬ জানুয়ারি- সকালে উপজেলার কাঞ্চনপুরে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম কাঞ্চনপুর গ্রামের ছানাউলা পাটোয়ারীর ছেলে। তার মরদেহ রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
নিহতের পরিবার অভিযোগ করে বলেন, কালামকে রোববার রাতে হায়দারগঞ্জের ভাড়া বাসা থেকে জিসান নামের এক ব্যক্তি দলবল নিয়ে তাকে একটি মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তারা পরিবারের লোকজনকে ভয়ভীতি দেখান। সোমবার সকালে কাঞ্চনপুরের একটি বাগানে আহত অবস্থায় কালামের সন্ধান মিলে। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের স্ত্রী রেহানার অভিযোগ করেন- তুলে নেওয়ার সময় তারা জানায় আমার স্বামী সিএনজি অটোরিকশার ব্যাটারি চুরি করেছে, তাই তাকে ধরে নিয়ে যাচ্ছে। রাতভর তাকে বাগানে বেঁধে রেখে নির্যাতন করা হয়। আমার স্বামী পানি চেয়েছি কিন্তু তারা পানি দেয়নি। সকালেও তাকে মারধর করা হয়েছে। এক পর্যায়ে তার মৃত্যু হয়।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় দুই দিন আগে মাসুদ নামে এক ব্যক্তির ব্যাটারি চুরি হয়। এরই অভিযোগে তারা আবুল কালামকে অপহরণ করে । দুর্বৃত্তদের মারধরে সোমবার সকালে তার মৃত্যু হয়।
রায়পুর থানার ওসি মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ব্যাটারি চুরির অপবাদ দিয়ে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়েছে- এমন খবর পেয়ে সোমবার বেলা ১১ টার দিকে পুলিশে পাঠানো হয়। পুলিশ এসে জানতে পারে আহত ব্যক্তি মারা গেছেন। ঘটনার সাথে কারা জড়িত, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২