দৈনিক আজকের বাংলা ডেস্ক:
ব্যাংকগুলোতে ডলারের দাম আরও কমেছে। বৃহস্পতিবার প্রতি ডলার গড়ে ১২১ টাকা ৬২ পয়সা দরে বিক্রি হয়েছে। বুধবার ছিল ১২২ টাকা। ১ দিনের ব্যবধানে দাম কমেছে ৩৮ পয়সা। দেড় সপ্তাহের ব্যবধানে কমেছে ১ টাকা ৩৮ পয়সা। দেড় সপ্তাহ আগে প্রতি ডলারের দাম সর্বোচ্চ ১২৩ টাকায় উঠেছিল।
বৃহস্পতিবার ব্যাংকগুলোতে প্রতি ডলার বিক্রি হয়েছে সর্বনম্নি ১২১ টাকা ৪০ পয়সা। সর্বোচ্চ বিক্রি হয়েছে ১২১ টাকা ৯৫ পয়সা। গড়ে ডলারের দাম ছিল ১২১ টাকা ৬২ পয়সা।
ব্যাংক খাতে রেমিট্যান্স, রপ্তানি আয় বাড়ার কারণে ডলারের প্রবাহ বেড়েছে। এ কারণে ব্যাংকে ডলারের চাহিদাও কম। যে কারণে এর দাম কিছুটা কমেছে। তবে দুর্বল কিছু ব্যাংক এখনো চড়া দামে ডলার কিনছে। যে কারণে তারা চড়া দামে বিক্রি করছে।
এতে ডলারের গড় দাম একটু বেশি পড়ছে। কেন্দ্রীয় ব্যাংক মনে করে, দুর্বল ব্যাংকগুলো সবল হলে ডলারের দাম আরও কিছুটা কমবে। তবে এর দাম কমার কারণে রপ্তানি আয় ও রেমিট্যান্সে যাতে নেতিবাচক প্রভাব না পড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮