প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৭:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৪, ৩:০০ পি.এম
ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতায় না পেরে ব্যবসায়ীকে ধরে নিয়ে মারধর।।
শরীয়তপুর প্রতিনিধি।।
শরীয়তপুরের জাজিরায় ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতায় না পেরে ইউনুস আকন -৪২- নামের এক ব্যবসায়ীকে দোকান থেকে ধরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে আরেক ব্যবসায়ীর উপর ।
এ সময় ঐ ব্যবসায়ীর দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার -১২ জুলাই- রাতে পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- শেখ শরীফুল আলম ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী ব্যবসায়ী ইউনুস আকন জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের সিরাজ মাস্টার কান্দি গ্রামের ফয়জল আকনের ছেলে।
অন্যদিকে অভিযুক্তরা হলেন- উপজেলার মহর আলী শিকদার কান্দির অলিমুদ্দিন সিকদারের ছেলে সুমন সিকদার -৩০- ওহাব সিকদারের ছেলে ইমরান সিকদার -২৪- জালাল খাঁ এর ছেলে চাঁন মিয়া খাঁসহ অজ্ঞাতনামা ৩- ৪ জন।
অভিযোগ সুত্রে জানা যায়- উপজেলার রূপবাবুর হাট বাস ষ্ট্যান্ডে ইউনুছ এ্যালোমিনিয়াম স্টোর নামের একটি ভাঙ্গারীর দোকান আছে ভুক্তভোগী ব্যবসায়ীর। দীর্ঘদিন যাবৎ স্থানীয় আরেক ভাঙ্গারী ব্যবসায়ী সুমন সিকদারের সাথে ব্যবসায় নিয়ে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি তার দোকানে এসে নিজেদের নৌবাহিনীর অফিসার দাবী করে দোকানে অবৈধ মালামাল আছে দাবি করে তল্লাসি করে। পরে তল্লাসি করে কিছু না পেয়ে অভিযুক্ত সুমন সিকদারের ভাঙ্গারী দোকানে তল্লাসির জন্য চলে যায়। এতে সুমন সিকদার ক্ষিপ্ত হয় যে তার ভাঙ্গারী দোকানে নৌবাহিনীর কর্মকর্তা পাঠিয়েছেন ইউনুস আকন।
এর পর সন্ধা সাড়ে ৮টার দিকে অভিযুক্তরা ইউনুস আকনের দোকানে ঢুকে তার কলার ধরে বের করে মারধর করেন এবং দোকান ভাংচুর করে। এতে ইউনুস আকন গুরুতর আহত হন। স্থানীয়রা তকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগীর স্ত্রী নার্গিস বলেন- আমার স্বামীকে সুমন সিকদার একসাথে ব্যবসায় করার জন্য বলেছিলো। তার সাথে ব্যবসায় না করায় বৃহস্পতিবার রাতে আমার স্বামীকে দোকান থেকে শার্টের কলার ধরে বের করে মারধর করেন। প্রশাসনের কাছে আমার অনুরোধ তারা যেনো সুষ্ঠু তদন্ত করে সুমন সিকদার ও তার সহযোগীদের কঠিন শাস্তির আওতায় আনেন।
এ ব্যাপারে অভিযুক্ত সুমন সিকদারের সাথে কথা হলে তিনি মারধরের বিষয় অস্বীকার করে বলেন- আমার ভাঙ্গারী দোকানে ইউনুস আকন আইনের লোক পাঠিয়েছিলো। এজন্য আমি তাকে কলার ধরে দোকান থেকে বের করে নিয়ে আসছিলাম।
জানতে চাইলে পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- শেখ শরীফুল আলম বলেন- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো। ইউনুস আকনের স্ত্রী একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২