অরবিন্দ রায়
স্টাফরিপোর্ট।।
বোয়ালী ইউনিয়নে উন্নয়ন কাজ এগিয়ে চলছে। অবহেলিত এই ইউনিয়নে এখন উন্নয়নের জোয়ার বইছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হকের সার্বিক সহযোগিতায় বোয়ালী ইউনিয়নে উন্নয়নের কাজ এগিয়ে চলছে বলে জানা গেছে।
বোয়ালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাহার উদ্দিন জানান, আমার ওর্য়াডের এ সরকারের আমলে রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। রঘুনাথপুর, নন্দীচালা, গাবচালা, শ্রীপুর, মধ্যপাড়া গ্রামের রাস্তার উন্নয়ন হয়েছে। শুধু রঘুনাথপুর থেকে শ্রীপুর কাঁচা রাস্তা পাকা করন করা হলে আমার ওর্য়াডের জনগনের চলাচলের আর কোন অসুবিধা নেই।
যুবলীগ নেতা মনতোষ রক্ষিত জানান, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার।
স্বাধীনতার পর থেকে এত উন্নয়ন বোয়ালী ইউনিয়নে হয়নি।
বোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেন খান জানান, আমি চেয়ারম্যান হিসেবে দুই বছর বোয়ালী ইউনিয়নে পৌনে দুই কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। এ ছাড়াও ইউনিয়ন পরিষদের আয় থেকে ১% এর টাকা দিয়েও বিভিন্ন ওয়ার্ডে রাস্তার উন্নয়ন কাজ করছি। এখনো অনেকে কাজ চলমান রয়েছে। আগামী তিন বছরে আমি জনগনের উন্নয়নের জন্য কাজ করে যাব।
এলাকার উন্নয়ন করতে পেরে আমি আনন্দিত।
জনগণের দীর্ঘ দিনের দাবি ছিল নলূয়া থেকে গোয়ালিয়া নদীর উপর ব্রীজ নির্মান করা। এ ব্রিজ নির্মানের ফলে গাছবাড়ী দিয়ে ফুলবাড়িয়া, মৌচাক মানুষ সহজে যোগাযোগ করতে পারবে। এ ছাড়াও ফুলবাড়িয়া থেকে নলূয়া, গোলয়া, বড়ই বাড়ি দিয়ে কালিয়াকৈর জনগণ সহজে যোগাযোগ করতে পারবে। গোলয়া থেকে বোয়ালীর রাস্তা পর্যন্ত এখনো পাঁকা হয়নি। প্রায় দেড় কিলোমিটার রাস্তা পাঁকা করন করা হলে বোয়ালীর যোগাযোগ ব্যবস্হা এক দাফ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন প্রতিটি গ্রাম হবে শহর। প্রতিটি ইউনিয়নের সাথে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্হা উন্নত করা হবে। প্রধানমন্ত্রীর কথার বাস্তব প্রতিফলন ঘটবে বোয়ালী ইউনিয়নে।
এ ব্রিজ নির্মান করতে খরচ হয়েছে ৮ কোটি ২৫ লক্ষ ৯ শত ৩৭ টাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক ব্রিজ টির উদ্বোধন করেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন জানান, বোয়ালী ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে এটা সত্যি কথা। তবে পাশাপাশি স্বজন প্রীতি ও অনিয়ম হয়েছে।
কি ধরনের স্বজন প্রীতি ও অনিয়ম হয়েছে জানতে চাইলে তারা কোন কথা বলেননি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮